রামকৃষ্ণপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ১১:২৯ এএম
রামকৃষ্ণপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে দুই দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দৌলতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে  বুধবার চিলমারী ইউনিয়নের চর বাহিরমাদী, মানিকেরচর, বাংলাবাজারসহ বেশকয়েকটি এলাকায় দিনব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়  ১১ শত পরিবার  ও বৃহস্পতিবার সকাল থেকে  রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া,  মুন্সিগঞ্জ, গড়েরপাড়া  সহ বিভিন্ন এলাকায় সাড়ে ৭'শ বানভাসি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ৩ কেজি আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপি'র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।  এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, বর্তমান সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাশেদুল হক শামীম, যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান সবুর, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, ছাত্রদল নেতা মাসুদুজ্জামান রুবেলসহ ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  এ সময় উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বন্যায় উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়ন দুটি ব্যাপক ক্ষতি হয়েছে। ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বানভাসি কর্মহীন অসহায় পরিবারের মাঝে দৌলতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বুধবার সারাদিন চিলমারী ইউনিয়নে ও বৃহস্পতিবার সকাল থেকে রামকৃষ্ণপুর ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বিএনপি জনগণের দল, তাই সবসময় বিএনপি জনগণের পাশে আছে থাকবে।  এছাড়াও বানভাসি এসব পরিবারের পাশে থাকার জন্য স্ব স্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নদী তীরবর্তি  রামকৃষ্ণপুর, চিলমারি, মরিচা ও ফিলিপনগর এই ৪ ইউনিয়নের অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ৫০ হাজার মানুষ পাবিবন্দি অবস্থায় রয়েছে। বর্তমানে পানি কিছুটা কমা শুরু করলেও খাদ্য সংকট, পানিবাহিত রোগসহ নানা দুর্ভোগে পরিবার এবং হাঁস মুরগী আর গবাদি পশু নিয়ে মানবেতর জীবন যাপন করছে বানভাসি মানুষ।

আপনার জেলার সংবাদ পড়তে