ইন্দুরকানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ১১:৩৫ এএম
ইন্দুরকানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

পিরোজপুরের ইন্দুরকানীতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার যুগ্ম সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাংগঠনিক সম্পাদক সাঈদ খানের আগমন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মো. আল আমিন হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সাঈদ খান।

এসময় বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তান হাফিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মো. জুয়েল রানা বক্তব্য রাখেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জুলাই যোদ্ধা অ্যাডভোকেট নুপুর আখতার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম মৃধা, ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক কে এম শামীম রেজা, ছাত্রদলের সদস্য সচিব সাদিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, জাসাসের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি মামুন কাজী, জিয়ানগর ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক বরকত উল্লাহ খান, সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, মো. আরিফুল ইসলাম, কলের ছাত্রদলের সিনিয়র সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাবু প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে