নকলায় গলায় পেয়ারা আটকে শিশুর মৃত্যু

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ১১:৩৬ এএম
নকলায় গলায় পেয়ারা আটকে শিশুর মৃত্যু

শেরপুরের নকলায় গলায় পেয়ারা আটকে জুঁই মনি (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নকলা উপজেলার গৌরদ্বার ইউনিয়নের ছাতুগাও গ্রামে এই দুর্ঘটনা ঘটে । বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজনের সামনেই পেয়ারা খেতে গিয়ে ছোট এক টুকরা গলায় আটকে যায় জুঁই মনির। এরপর শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের লোকজন তাকে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুঁই মনিদের প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনা সদস্য হামিদুর রহমান বলেন, জুঁই মনিরা ঢাকায় থাকতো। গ্রামের বাড়িতে ঘুরতে এসে এ দুর্ঘটনা ঘটল।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হাসপাতালে নিয়ে চিকিৎসা করেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো গেল না! আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছি।

আপনার জেলার সংবাদ পড়তে