শেরপুরে হাজং শিক্ষার্থীদের মান উন্নয়নে সভা

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ২২ আগস্ট, ২০২৫, ১২:৪৪ পিএম | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ১২:৪৪ পিএম
শেরপুরে হাজং শিক্ষার্থীদের মান উন্নয়নে সভা

 হাজং শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন শেরপুর জেলা শাখার উদ্যাগে বৃহস্পতিবার (২১ আগস্ট ) বিকেলে জেলার নালিতাবাড়ী উপজেলার বেলতৈল গ্রামে হাজং শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস) শেরপুর জেলা শাখার আহবায়ক রামকৃষ্ণ হাজং এর সভাপতিত্বে অনিন্দিতা হাজং শিবা’র সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি অন্তর হাজং, কেন্দ্রীয়  যুগ্ন সাংগঠনিক সম্পাদক দীপ হাজং, রূপবতী হাজং  অভিবাবক সহ স্থানীয় শিক্ষার্থী বৃন্দ।  এতে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা  মোকাবিলায় কিভাবে তা সংগঠনের মাধ্যমে  সমাধান করা যায় তা নিয়ে মুক্ত আলোচনা করা হয়।

বাহাছাস কেন্দ্রীয় কমিটির সভাপতি সভাপতি অন্তর হাজং বলেন, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন একটি জাতীয় হাজং ছাত্র সংগঠন,  হাজং  জাতির ক্রান্তিলগ্নে একতা বদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান তিনি রামকৃষ্ণ হাজং শিক্ষার্থীদের সহায়তার আশ্বাস দেন এবং দীপ হাজং বলেন শিক্ষার্থীদের ধর্মীয় বিষয়ে অসচেতনতার কারনে বিজাতী গমন হয় তা প্রতিরোধ করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে