গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পৌর শহরের ৭নং ওয়ার্ডে হুইল পাউডার মিশ্রিত বালতির পানিতে পড়ে আয়াত ( )নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আয়াতের মা কাপড় শুকাতে বাড়ির বাইরে গেলে সবার অজান্তে সে উঠানে রাখা বালতির পানিতে উপর হয়ে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আয়াত ওই মহল্লার সাদিক সরকারের ছেলে বলে জানা গেছে।