এমডি ডিগ্রি অর্জনকারী চিকিৎসককে সংবর্ধনা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ০৩:১৯ পিএম
এমডি ডিগ্রি অর্জনকারী চিকিৎসককে সংবর্ধনা

লিভার পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের কৃতি সন্তান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ ডা. মশিউর রহমান গ্যাস্ট্রএন্ট্রোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বরিশালের উত্তর জনপদের ঐতিহ্যবাহী বেসরকারি এবি সিদ্দিক জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে দশটায় হাসপাতালের সম্মেলন কক্ষে ডা. মশিউর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় হাসপাতালের চেয়ারম্যান মো. আনিসুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে