কয়রায় এনসিটিএফের কমিটি গঠন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ০৪:১১ পিএম
কয়রায় এনসিটিএফের কমিটি গঠন

কয়রায় ন্যাশনাল চিলড্রেন টাক্স ফোর্স (এনসিটিএফ) এর ২ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী কমিটির সকলেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১ টায় পরিত্রানের ওয়াই মুভস প্রকল্পের সার্বিক সহযোগিতায় পরিত্রানের কয়রা অফিসে এই কমিটি গঠন করা হয়। এর আগে কয়রার উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডার সভাপতিত্বে ও পরিত্রানের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশনের সভাপতি কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আঃ মালেক, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, এ্যাডঃ আনিছুর রহমান, জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, সাংবাদিক মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। আলোচনা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনে এনসিটিএফ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নমিতা মুন্ডা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অনুপম মুন্ডা। কমিটির নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি প্রবির মুন্ডা, যুগ্ম সম্পাদক শিমা মুন্ডা, সাংগঠনিক সম্পাদক অন্তরা মুন্ডা, শিশু গবেষক স্বপ্না মুন্ডা ও পার্থ মুন্ডা,শিশু সাংবাদিক ইষিতা মুন্ডা ও স্বরজিত মুন্ডা, চাইল্ড পার্লামেন্ট সদস্য  চুমকি মুন্ডা ও অর্ব মুন্ডা।

আপনার জেলার সংবাদ পড়তে