বিরলে ৫ লাখ টাকা দাবি করে টাকা না পাওয়ায় ধান তুলে ফেলার অভিযোগ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ০৪:৫৪ পিএম
বিরলে ৫ লাখ টাকা দাবি করে টাকা না পাওয়ায় ধান তুলে ফেলার অভিযোগ

বিরলে ৫ লাখ টাকা দাবি করে দাবিকৃত টাকা না পাওয়ায় এক কৃষকের জমির ধান তুলে ফেলার অভিযোগ থানায় দায়ের করেছে ভূক্তভোগী কৃষক। সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে ভূক্তভোগী। থানায় দায়েরকৃত অভিযোগে উপজেলার ৬৬ নং জেএলভূক্ত পশ্চিম মহেশপুর মৌজার ২০ নং দাগের ১১৩ শতকের মধ্যে ২৮ শতক মৃত শাহাদত আলীর ছেলে আব্দুস সালাম ও ছেলের স্ত্রী খায়রুন নেহার ৬২৫/২৫ নং দলিল মূলে ভোগদখলকার থাকা অবস্থায় জীবননাশের হুমকিসহ বিভিন্ন প্রকারের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন বলে জানান। 

সরজমিনে আমাদের প্রতিবেদক গেলে ভূক্তভোগী অভিযোগে জানান, শুক্রবার সকাল ১০ টায় বিরল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুল বাকি ৫ লাখ টাকার দাবিতে প্রায় ৩০জন সংঘবদ্ধ হয়ে পূর্বের দাবিকৃত টাকা এখনই না দিলে ধানক্ষেত নষ্ট করে চিরতরে বেদখল করার হুমকি দেয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে আব্দুল বাকি তার সঙ্গীয় ৩০ জন মিলে আব্দুল সালামদের রোপনকৃত আমন ধান তুলে ফেলে দেয়। এ সময় আব্দুস সালাম বাঁধা দিতে গেলে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জ্বিত হয়ে উক্ত জমিতে আব্দুল বাকি ও তার লোকজন অনধিকার প্রবেশ করে প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে দাবিকৃত টাকা না দিয়ে জমিতে উঠলে জমিতেই আব্দুস সালাম এর গলা কেটে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেয়াসহ বিভিন্ন মামলা-মোকদ্দমায় জেল খাটানোর হুমকি দেয়। এ ঘটনায় একই এলাকার একরামুল হক, সিরাজুল ইসলাম, তানজিমুল ইসলামসহ অনেকে জানান, আব্দুস সালাম ধান রোপন করেছিল। আর আব্দুল বাকি ধানক্ষেত তুলে ফেলে। 

এ ব্যাপারে এড. আব্দুল বাকি জানান, অভিযোগকারী আব্দুস সালাম অন্য কেউ না আমার চাচাতো ভাই। আমরা ১৫-১৬ বছর ধরে বিনারেজিস্ট্রি দলিলমূলে জমিটি ভোগদখলে আছি। বর্তমানে ওদের সাথে ৩ টি মামলা চলমান। আব্দুস সালাম আপোষের কথা বলে এখন আদালত থেকে জামিনে আছে। আর আমি জমিতে যাইনি। আমার লোকজন জমির দেখাশোনা করে। আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।

আপনার জেলার সংবাদ পড়তে