কিশোরগঞ্জে ফারিষ্ট গ্রাহকদের ব্যাংক একাউন্ট ব্যবহার করেন ভিসা প্রতারকরা

এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ০৪:৫৮ পিএম
কিশোরগঞ্জে ফারিষ্ট গ্রাহকদের ব্যাংক একাউন্ট ব্যবহার করেন ভিসা প্রতারকরা

নীলফামারীর কিশোরগঞ্জে গ্রাহকদের সঙ্গে প্রতারণার দায়ে ফারিষ্ট ইসলামি লাইফ ইনসুরেন্সের মাঠকর্মী মাজহারুল ইসলামকে এলাকাবাসি আাটক করে বৃহস্পতিবার রাতে পুলিশে সোপর্দ করেছে। বোনাস দেওয়ার অজুহাতে গ্রাহকদের নামে ব্যাংকে একাউন্ট খুলে ভিসা প্রতারণার প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ায় তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। অভিযুক্ত মাজহারুল(৪৫) সদর ইউনিয়নের ইসমাইল দোলাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, নয়ানখাল উত্তরপাড়া গ্রামের তারা বিবি ও তার মা’সহ কয়েকজন প্রতিবেশী ২০১৮ সালে ওই লাইফ ইন্সুরেন্সের গ্রাহক হন। বোনাস দেওয়া হবে বলে প্রত্যেকের নামে ডাচ বাংলা ব্যংকে একাউন্ট খুলে অভিযুক্ত মাজাহারুল কৌশলে এটিএমকার্ড নিজের হাতে নেন। পরে গ্রাহকদের সেই এটিএম কার্ডগুলো মোটা অংকের টাকার বিনিময়ে তিনি ভিসা প্রতারক চক্রের নিকট বিক্রি করে দেন। ইউরোপের উন্নত কান্ট্রিতে পাঠানো কথা বলে ভিসা প্রতারকগণ ওইসব ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে লাখ-লাখ টাকা হাতিয়ে নেন। এঘটনার ভুক্তভোগী ফারিষ্টের গ্রাহক ডাচবাংলা ব্যাংকের একউন্টধারীদের নামে প্রতারণার শিকার প্রবাসীরা মামলা করেন। পরে তারা বিবি ব্যাংকে গিয়ে জানতে পারেন তার মা আনোয়ারা বেগমের এটিএম কার্ড ব্যাবহার করে প্রবাসীদের নিকট থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। বিষয়টি জানতে পেরে ফারিষ্টের গ্রাহকরা অভিযুক্ত মাজাহারুলকে আটক করলে তারা বিবি বাদি হয়ে থানায় মামলা দেন। কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম এঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে