নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ ২ মাদক কারবারি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ০৫:০৬ পিএম
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ ২ মাদক কারবারি আটক

শেরপুরের নালিতাবাড়ীতে থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ১০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ। এরআগে বৃহস্পতিবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী বুরুঙ্গা ব্রীজ সংলগ্ন শান্তির মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি ব্যাটারীচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন - উপজেলার মরিচপুরান ইউনিয়নের কাওয়াকুড়ি গ্রামের আমির আলীর ছেলে মো. সোহেল রানা (২৫) ও একই গ্রামের মজিবর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান টুকন।

থানা পুলিশ জানায়, উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া মৌজার বুরুঙ্গা ব্রীজ সংলগ্ন শান্তির মোড় এলাকায় মাদক পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সোহেল রানা ও মোস্তাফিজুর রহমান টুকন নামের দুই মাদক কারবারিকে ১০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গ্রেপ্তার দুই মাদক কারবারিকে শুক্রবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে