সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ব্যতিক্রমধর্মী পরি”ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা পরিষ্কার-পরিছন্ন করার কাজে অংশ গ্রহন করেন। বিডি ক্লিনিকের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পৌরসভার প্রধান চত্বর থেকে শপথ বাক্য পাঠের মাধ্যমে কর্মসূচি শুর হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিডি ক্লিনের জেলা সমন্বয়ক উম্মে সালমা, পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন শাহিনুর আলম ও এস.এম বাহাদুর আলী। এছাড়াও উপজেলা উপ-সমন্বয়ক সিয়াম সেখ, সহ-সমন্বয়ক আয়শা, আইটি ও মিডিয়া সম্পাদক নাহিদ হাসান। স্বেচ্ছাসেবী মিরাজ তালুকদার, হেলাল খান, নিজাম উদ্দীনসহ প্রায় ৪০জন বিডি ক্লিনের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নেন।