ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রভাষক মো. শামীম মৃত্যুবরণ করেছেন। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। শুক্রবার দুপুরে হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুইদিন আগে মো. শামীম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। বৃহস্পতিবার দিবাগত রাতে গুরুত্বর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এ নিয়ে বরগুনা জেলায় চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে।