রাজারহাট অগ্নিকাণ্ড ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ০৬:৪৯ পিএম
রাজারহাট অগ্নিকাণ্ড ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান

কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকান্ড ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।  

বৃহম্পতিবার দুপুরে উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মল্লিকবেগ গ্রামের হত-দরিদ্র ফুলমিয়ার বাড়ি অগ্নিকাণ্ডে  ভস্মীভূত হয়। এ কারণে রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান ক্ষতিগ্রস্ত ফুলমিয়ার পরিবারকে ২টি কম্বল, ২০কেজি চাল, ২কেজি ডাল ও লবন, চিনি তেল সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

এছাড়াও একই উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত আজিজার রহমান, আলাউদ্দিন এবং আনারুল ইসলামের পরিবারকেও  ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে