কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকান্ড ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।
বৃহম্পতিবার দুপুরে উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মল্লিকবেগ গ্রামের হত-দরিদ্র ফুলমিয়ার বাড়ি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়। এ কারণে রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান ক্ষতিগ্রস্ত ফুলমিয়ার পরিবারকে ২টি কম্বল, ২০কেজি চাল, ২কেজি ডাল ও লবন, চিনি তেল সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও একই উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত আজিজার রহমান, আলাউদ্দিন এবং আনারুল ইসলামের পরিবারকেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।