খাগড়াছড়িতে ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কমিটি গঠন ও সভা

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ০৬:৫০ পিএম
খাগড়াছড়িতে ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কমিটি গঠন ও সভা

বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট  শুক্রবার বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মতেন ত্রিপুরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা ক্ষণি রঞ্জন ত্রিপুরা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য মিঠুন রাণী ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিলন ত্রিপুরা এবং কোষাধ্যক্ষ তরুণ সেন ত্রিপুরা।

এসময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার মাধ্যমে ত্রিপুরা সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে ত্রিপুরা যুব ঐক্য পরিষদ। নতুন প্রজন্মকে সংগঠনের সাথে সম্পৃক্ত করে সমাজে নেতৃত্ব গড়ে তোলার কাজ করছে তারা।

তারা আরও বলেন, ত্রিপুরা সম্প্রদায়ের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ থেকে সামাজিক উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে কাজ করতে হবে। সংগঠনকে আরও সু-সংগঠিত করে সামনের দিনগুলোতে নেতৃত্বদানের জন্য নবগঠিত কমিটির প্রতি আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার যুব সমাজ, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে