চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, তাপমাত্রা কমলেও আর্দ্রতা বেশি

এফএনএস (রুপম ভট্টাচার্য; চট্টগ্রাম) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ০৭:০৪ পিএম
চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, তাপমাত্রা কমলেও আর্দ্রতা বেশি

মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম সমুদ্রবন্দরে জারি করা ৩ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে। তাপমাত্রা কমলেও আর্দ্রতা বেশি থাকায় বেড়েছে অস্বস্তি। শুক্রবার (২২ আগস্ট) ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে নগরে। শ্রাবণ শেষে ভাদ্র এলেও দেখা মিলছে না কাঠফাটা রোদের। পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এ ছাড়া দুইদিন তাপমাত্রা সামান্য বাড়বে এবং তিনদিন দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় আছে। আজ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।  আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এ জন্য সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রামসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বলবৎ থাকবে। মাছ ধরার ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। 


আপনার জেলার সংবাদ পড়তে