চলতি বছরেই নতুন সিনেমা নিয়ে আসছে শাকিব খান

এফএনএস (মোঃ শাহজাহান স্বপন; নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ০৭:৫৯ পিএম
চলতি বছরেই নতুন সিনেমা নিয়ে আসছে শাকিব খান

মাস কয়েক আগে নতুন সিনেমায় যুক্ত হন ঢাকাই মেগাস্টার শাকিব খান। আবু হায়াত মাহমুদ পরিচালিত সেই সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে শোনা যায়। এর মধ্যে আরও এক গুঞ্জন ওঠে, নির্মাতা সাকিব ফাহাদের সিনেমায় থাকছেন শাকিব; যেটি মুক্তি পাওয়ার কথা ছিলো ঈদের আগেই। অবশেষে সেই গুঞ্জনে সিলমোহর দিলেন শাকিব খান; জানা গেলো, চলতি বছরেই নতুন সিনেমা নিয়ে দর্শকের মাঝে হাজির হচ্ছেন মেগাস্টার শাকিব খান। ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সাফল্যের আবহের মাঝেই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। দেড়মাস ধরে যুক্তরাষ্ট্রেই নায়ক। সেখান থেকে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নতুন সিনেমা প্রসঙ্গে কথা বলেন তিনি। শাকিব খান বলেন, ‘ধুমধাম ও অ্যাকশন সিনেমা তো অনেক হয়েছে। এবার একটু ভিন্ন ধরনের গল্পভিত্তিক সিনেমা আনতে চাই। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে এবং কাজও এগোচ্ছে। পরের সিনেমা হচ্ছে সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’, যা এই ডিসেম্বরে মুক্তির পরিকল্পনায় আছে। এরপর আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’ মুক্তি পাবে ঈদুল ফিতরে।’ শাকিব খান আরও বলেন, ‘আরও কয়েকটি সিনেমার গল্পের কাজ চলছে। সবকিছু চূড়ান্ত হলে তা জানাতে পারব। প্রতিটি সিনেমার গল্প ও সবকিছু ভিন্ন ধরনের, আর তাছাড়া কিছু চমকপ্রদ খবরও রয়েছে, যা ধীরে ধীরে সবাই জানতে পারবেন।’