পেনাল্টি মিসের পরও ঘরের মাঠে জয় পিএসজির

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ১১:২৩ এএম
পেনাল্টি মিসের পরও ঘরের মাঠে জয় পিএসজির

ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুমে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ঘরের মাঠে জয় দিয়ে শুরু করল। শুক্রবার (২২ আগস্ট) আঞ্জেরকে ১-০ গোলে হারিয়ে লিগ চ্যাম্পিয়নরা নিজেদের আধিপত্য দেখালো। ম্যাচের একমাত্র গোলটি করেন ফাবিয়ান রুইজ, যা পিএসজির নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক শক্তিকে প্রতিফলিত করে।

প্রথমার্ধের মাঝপথে ডেম্বেলে একটি পেনাল্টি নষ্ট করলেও এটি দলের মনোবলকে কমাতে পারেনি। হুয়াও নেভেসের উপার্জিত পেনাল্টিতে ডেম্বেলের শট ক্রসবারের অনেক ওপরে গিয়ে গোলরক্ষক শেভালিয়ারের কাঁধে পড়ে, কিন্তু পিএসজি ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। ৫০ মিনিটে রুইজ বক্সের মাঝখান থেকে ডান পায়ে দুর্দান্ত শটে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে আঞ্জেরের বিপক্ষে পিএসজির ঘরের মাঠে টানা জয়ের সংখ্যা ১১-এ পৌঁছায়।

গত মাসে ক্লাব বিশ্বকাপ ফাইনালে চেলসির কাছে হারের পর লুইস এনরিকের দল নতুন মৌসুমের প্রথম তিনটি ম্যাচই জয় নিয়ে শেষ করছে। ইতিমধ্যে লিগের প্রথম ম্যাচে নাঁতের মাঠে ১-০ ব্যবধানে জয় এবং ইউরোপিয়ান সুপার কাপ জয়ের পর পিএসজি নিজেদের নতুন মৌসুমে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

এই ম্যাচে ইতালিয়ান গোলরক্ষক গিয়ানলুইজি দোনারুমা স্কোয়াডে ছিলেন না, এবং নতুন চুক্তির লুকাস শেভালিয়ার গোলবার পাহারার দায়িত্ব পালন করেছেন। পিএসজির পরবর্তী ম্যাচ হবে ৩১ আগস্ট তুলুজের বিপক্ষে। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ক্লাবটি বর্তমানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে।