মাদারগঞ্জে দিনদুপুরে টাকা ছিনতাই, মামলা দায়ের

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ১১:৫৯ এএম
মাদারগঞ্জে দিনদুপুরে টাকা ছিনতাই, মামলা দায়ের

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জটিয়ারপাড়া এলাকায় দিনদুপুরে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ২১ আগস্ট উপজেলার বাগলেরগড় গ্রামের বিলেত আলী (৭০) বাদি হয়ে জামালপুর কোর্টে মামলাটি (নং-৫১৬) দায়ের করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০ আগস্ট দুপুরে বাদি বিলেত আলীর ছেলে ইব্রাহিম মাদারগঞ্জের বালিজুড়ি শাখার অগ্রণী ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন। ওইদিন ইব্রাহিম জামালপুর বাসায় ফেরার পথে ঝাড়কাটা ব্রিজের পশ্চিমে জটিয়াপরপাড়া-ভেলামারি মাঝপথে ৮/৯ জনের একটি সংঘবদ্ধ চক্র মোটরসাইকেলের সামনে দাঁড়িয়ে মারধর শেষে ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ইব্রাহিমের প্রতিবেশি শুকুর আলীর ছেলে মামরুল (৩৫)কে চিনতে পারেন। স্থানীয়রা ইব্রাহিমকে উদ্ধার শেষে হাসপাতালে ভর্তি করা হয়। 

পরদিন ২১ আগস্ট ইব্রাহিমের পিতা বিলেত আলী বাদি হয়ে জামালপুর কোর্টে মামলা দায়ের করেন। মামলায় মামরুলকে প্রধান করে মোট ৯জনকে আসামী করা হয়েছে। বিজ্ঞ বিচারক মামলাটি ডিবিকে তদন্তের ভার দিয়েছে।

এ ব্যাপারে মামরুল জানান- বিলেত আলী গংদের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। স্থানীয়ভাবে বহু দেনদরবার হয়েছে। টাকা ছিনতাইয়ের কথা শুনেছি। তবে আমরা জড়িত নই। এটি একটি সাজানো মিথ্যা মামলা।  দুই পক্ষেরই কোর্টে পাল্টাপাল্টি মামলা চলমান আছে।

আপনার জেলার সংবাদ পড়তে