নীলফামারীতে উদয়াঙ্কুর সেবা সংস্থা আয়োজন করে নারী প্রীতি ফুটবল প্রতিযোগিতা। ২২ আগস্ট এটির আয়োজন ছিল ককই বড়গাছা প্রথমাচরণ উচ্চ বিদ্যালয় মাঠে। প্রতিযোগিতায় ককই বড়গাছা প্রথমাচরণ উচ্চ বিদ্যালয় বনাম দূবাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যকার খেলায় ককই বড়গাছা প্রথমাচরণ উচ্চ বিদ্যালয় ৫-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। নারীদের ফুটবলকে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় করতে এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির উদ্দেশ্যে উদয়াঙ্কুর সেবা সংস্থা এ আয়োজন করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যন্ত গ্রামে এ ধরনের খেলাধুলা আয়োজনের মাধ্যমে ক্রীড়ামুখী সমাজ গড়ে উঠবে এবং প্রতিভাবান নারী ফুটবলাররা সামনে এগিয়ে আসতে পারবে।
স্থানীয় ক্রীড়ামোদীরা আশা করেন, এ ধরনের আয়োজন নিয়মিত হলে গ্রামীণ পর্যায় থেকেই ভবিষ্যতে দক্ষ নারী ফুটবলার তৈরি হবে।