বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘ দাম্পত্য জীবনে নেমে এসেছে অস্থিরতা। প্রায় সাড়ে তিন দশক একসঙ্গে থাকার পর সম্পর্ক ভাঙনের পথে এগোচ্ছে এই তারকা-দম্পতি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সুনীতা ইতিমধ্যেই মুম্বাইয়ের বান্দ্রা আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অভিযোগে তিনি গোবিন্দর বিরুদ্ধে ব্যাভিচার, প্রতারণা ও নিষ্ঠুরতার মতো গুরুতর অভিযোগ এনেছেন। সুনীতার মামলার ভিত্তিতে আদালত চলতি বছরের মে ও জুন মাসে নায়ককে সমন পাঠালেও তিনি হাজিরা দেননি। অন্যদিকে আদালতে উপস্থিত ছিলেন সুনীতা। এদিকে দম্পতি সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছেন বলেও কিছু সূত্র জানিয়েছে।
গোবিন্দ-সুনীতার সংসার শুরু হয়েছিল অভিনেতার বলিউডে অভিষেকের আগেই। তবে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে অনেক বছর পর। সম্প্রতি তাদের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে বিভিন্ন ঘটনায়। বিশেষ করে সুনীতার প্রকাশ্য বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভ্লগে এই সংকটের ইঙ্গিত পাওয়া যায়।
চণ্ডীগড়ে মহাকালীর মন্দিরে এক ভ্লগ ধারণের সময় পুরোহিতকে সুনীতা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, তিনি স্বামী ও সন্তানদের পেয়ে কৃতজ্ঞ, তবে তাদের সম্পর্কে হস্তক্ষেপকারীর সর্বনাশ হবে। এসময় কান্নায় ভেঙে পড়েন তিনি। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে সুনীতা বলেছেন, পুরুষদের ভরসা করা যায় না, যে কোনো সময় বিশ্বাস ভঙ্গ করতে পারে। এমনকি নিজের বক্তব্যে তিনি আরও যোগ করেন, ‘‘আমি গোবিন্দের তাঁবেদারি করি না, সত্যিটা বলি বলেই সহ্য হয় না।’’
একসময় যে জুটি বলিউডে আদর্শ দাম্পত্য জীবনের প্রতীক ছিলেন, তাদের সম্পর্কের এমন পরিণতি ভক্তদের হতবাক করেছে। এখন সবার নজর আদালতের রায়ের দিকেই, যা গোবিন্দ-সুনীতার দীর্ঘ বৈবাহিক জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করবে।