ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজ্বী মোহাম্মদ সুরুজ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নাসিরনগর থানার পুলিশ চাপরতলা নিজ বাড়ি থেকে হাজ্বী সুরুজ আলীকে গ্রেফতার করে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার সুরুজ আলী(৭০),পিতা মৃত- ফুলধর মিয়া,চাপরতলা গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ চাপরতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। নাসিরনগর থানার মামলা নং-০২ তারিখ-২/৯/২০২৪ ইং, ধারা -৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৬/৪২৭/৪০৯/ পেনাল কোড তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইন,১৯০৮ এর ০৩/০৬ এর এজাহার নামীয় ৪৮নং আসামী।