অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম শনিবার সকালে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে করেন। তিনি সৈয়দপুর এয়ারপোর্ট হয়ে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের প্রথম অংশ হিসেবে হাসপাতালের স্টাফ নার্সদের সাথে কথাবার্তা বলেন উপদেষ্টা । পরে তিনি হাসপাতালের ওয়ার্ডের বিভিন্ন দপ্তরের যন্ত্রপাতি ও ল্যাবসমূহ পরিদর্শন করেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যান এবং রোগীদের সাথে কথাবার্তা বলেন তাদের স্বাস্থ্য সংক্রান্ত খোঁজখবর নেন এবং ডাক্তার -নার্সদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন । স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম স্বজনপ্রীতি সিন্ডিকেটের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতে সিন্ডিকেট দুর্নীতি ও অনিয়ম ১৫-১৬ বছরের সমস্যা নয় বরং ৫০ বছরের ও তার আগের সমস্যা । এটি সহজে সমাধান যোগ্য নয় । তবে অবশ্যই এই সিন্ডিকেট ভাঙতে হবে। আমরা আস্তে আস্তে এসব সমস্যার নিরোশনের দিকে যাচ্ছি।সরকারের একার পক্ষে তা সম্ভব নয় বরং সকলের সহযোগীতা কাম্য।”
স্বাস্থ্য উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু জাফর ও পরিচালক স্বাস্থ্য প্রশাসন এবিএম আবু হানিফসহ স্বাস্থ্য বিভাগের উর্দ্বতন কর্মকর্তাগন। এসময় আরো উপস্থিত ছিলেন রংপুর জেলার জেলা প্রশাসক রবিউল ফয়সাল , রংপুর সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা, তারাগঞ্জ ইউএনও রুবেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদুল্লাহ , আবাসিক মেডিকেল অফিসার অনির্বাণ মল্লিকসহস্বাস্থ্য ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা করেন ।