সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়না তদন্ত সম্পন্ন

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) :
| আপডেট: ২৩ আগস্ট, ২০২৫, ০৪:২৫ পিএম | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ০৪:২৩ পিএম
সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়না তদন্ত সম্পন্ন

আজ শনিবার বেলা সাড়ে ১১ টায়  সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ময়না তদন্ত শেষে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার শেখ মো: এহছানুল ইসলাম জানান, বিভুরঞ্জন সরকারের মরদেহে এক্সটার্নািল(বাহ্যিক) এবং ভিতরে (অভ্যন্তরিণ) আঘাতের কোন চিহ্ন  নেই, তবে দেহটা হাল্কা পচনশীল ছিল তদুপরি লিভার,ষ্টোমার্ক  হার্ট,কিডনী, চুল দাত এর ,নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে, এ সংক্রান্ত  রিপোর্ট হাতে পাওয়ার পর এ  ব্যাপাওে  চ’’ড়ান্তভাবে বলা যাবে। তবে পানিতে ডুবে গেলে  মরদেহ যে লক্ষণ সেটা তার  মরদেহে পাওয়া গেছে।  

উল্লেখ্য গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার  চর বলাকি এলাকায় ভাসমান অবস্থায় সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্বার কওে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠনো হয়। খবর পেয়ে , ভাই চিররঞ্জন সরকার এবং ছেলে ্ ঋত সরকার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এসে পরিচয় সনাক্ত  করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে