বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটু হত্যা মামলার এজাহারভূক্ত ২ নম্বর আসামি মিলন গাজীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির শিকদার জানিয়েছেন, গ্রেপ্তারকৃত মিলন গাজী বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকার মৃত আয়নাল গাজীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ঢাকার উত্তরখান থানা এলাকা থেকে তাকে (মিলন) গ্রেপ্তার করা হয়েছে। এরপূর্বে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩১ জুলাই সন্ধ্যায় পূর্ব বিশ্ববাড়ি গ্রামের নজির সিকদারের ছেলে লিটন সিকদার লিটুকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।