পূর্ব শত্রুতার জেরধরে ছাত্রদল নেতাকে ফাঁসাতে রাতের আধাঁরে সাবেক যুবদল নেতার বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ এলাকার।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ পূর্বে মাদক বিক্রির টাকার লেনদেন নিয়ে ৯নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চিনুর সাথে স্থানীয় আমিনুল ইসলাম নামের এক যুবকের বিরোধ দেখা দেয়। এনিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরলে গাঁ ঢাকা দেয় চিনু। ১৯ আগস্ট সে (চিনু) এলাকায় ফিরে আসলে স্থানীয়দের হামলায় আহত হয়ে চিনু হাসপাতালে ভর্তি হন।
গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে যুবদল নেতা সিরাজুল ইসলাম চিনুর বসতঘরের বৈদ্যুতিক মিটারে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তবে অগ্নিকান্ডে বড়ধরনের কোন ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন বাড়ির লোকজনে।
ছাত্রদল নেতা আব্দুর রহিম আরও বলেন, একাধিক মাদক মামলার আসামি সিরাজুল ইসলাম চিনু এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সে (চিনু) পুলিশের তালিকাভূক্ত মাদক বিক্রেতা। তার বসতঘরে নাটকীয় অগ্নিকান্ডের ঘটনার দায় আমিসহ স্থানীয় ছাত্রদল কর্মীদের ওপর চাঁপিয়ে দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন মাদক বিক্রেতা সিরাজুল ইসলাম চিনু ও তার সহযোগিরা।
মাদক সংশ্লিষ্টার অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা সিরাজুল ইসলাম চিনু বলেন, আমার ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা আব্দুর রহিম ও তার সহযোগিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে রাতের আধাঁরে আমার বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় ছাত্রদল নেতা আব্দুর রহিম ও সৈকত মন্ডলের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদী থানার ওসি তরিকুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।