নওগাঁর মান্দা উপজেলার সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আজ শনিবার সকাল ১০টায় ‘কমিউনিকেটিভ ইংরেজি কোর্স’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ব্র্যাকের ‘স্মার্ট স্টুডেন্টস ফাইন্যান্স প্রজেক্ট’ এর আওতায় এই কোর্সটি বাস্তবায়ন করা হচ্ছে। কোর্সটির উদ্বোধন করেন ব্র্যাকের ওয়েস্ট-১ ডিভিশনের প্রোগ্রাম ম্যানেজার (দাবি) ইয়াকুব আলী।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাশাদুজ্জামান তাইনুল, ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির এলাকা ব্যবস্থাপক (দাবি) শরিফুল ইসলাম, স্মার্ট স্টুডেন্টস ফাইন্যান্সের এলাকা ব্যবস্থাপক ওয়ালিউর রহমান, সাংবাদিক জিল্লুর রহমান প্রমুখ। প্রথম পর্যায়ে সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৪০ জন শিক্ষার্থী এ কোর্সে অংশ নিচ্ছে।
ব্র্যাক সূত্র জানায়, ‘স্মার্ট স্টুডেন্টস ফাইন্যান্স’ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য শিক্ষা সঞ্চয়, শিক্ষা ঋণ, শিক্ষা সুরক্ষা বিমা, সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং একাডেমিক সহায়তা প্রদান করা হবে। এরই অংশ হিসেবে ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা বাড়াতে এই কোর্সের আয়োজন করা হয়েছে।