সুজানগরে প্রতিপক্ষের হামলায় আহত ৭

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ০৫:৪২ পিএম
সুজানগরে প্রতিপক্ষের হামলায় আহত ৭

পাবনার সুজানগরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ ৭জন আহত হয়েছে। গত সোমবার বিকালে উপজেলার বোনকোলা গ্রামের একটি ঈদগাহ মাঠে ওই হামলার ঘটনা ঘটে। 

স্থানীয় লোকজন জানান, সোমবার বিকাল সোয়া ৬টার দিকে উক্ত ঈদের মাঠে পাটকাঠি শুকানোকে কেন্দ্র করে বোনকোলা গ্রামের আব্দুল ওহাব ও তার লোকজনের সাথে একই গ্রামের মাবুদ মোল্লা ও তার লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওহাব গং উত্তেজিত হয়ে মাবুদ গং এর উপর ধারালো অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলায় নারী-পুরুষসহ ৭জন আহত হয়। আহতদের মধ্যে উক্ত মাবুদ মোল্লা (৬৫), মজিবর রহমান (৬৩), আব্দুল মতিন (৬১), রোকেয়া খাতুন (৫০) ও লিপি খাতুনকে (৪৫) সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং আহত রকি মোল্লা (২৬) ও লিটন হোসেনকে (২৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি এজাহার দেওয়া হয়েছে। কিন্তু থানা পুলিশ অজ্ঞাত কারণে ওই এজাহার এফআইআর হিসেবে রুজু করছেনা বলে এজাহার দাখিলকারী মোঃ রুবেল মোল্লা জানান। তবে থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান বলেন ঘটনা তদন্ত করে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে