সেনাবাহিনীর যৌথ উদ্যোগে চেকপোস্ট অভিযান

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ০৬:০৫ পিএম
সেনাবাহিনীর যৌথ উদ্যোগে চেকপোস্ট অভিযান

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মোটর সাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার এবং মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রানীগঞ্জ বাজারের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে অবস্থিত সিএনজি ফিলিং স্টেশনে এ অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানকালে হেলমেটবিহীন চালক এবং অবৈধ কাগজপত্রসহ বিভিন্ন ট্রাফিক লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রংপুর অঞ্চলের ২৫ বীর সাপোর্ট ব্যাটেলিয়নের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন এবং দিনাজপুর ট্রাফিক বিভাগের টিএসআই আবুল কালাম আজাদসহ অন্যান্য সেনা সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

টিএসআই আবুল কালাম আজাদ জানান, তল্লাশিতে ৪টি ড্রাইভিং লাইসেন্স, ৭টি হেলমেটবিহীন এবং ১টি রেজিস্ট্রেশন সংক্রান্ত মামলা করা হয়। মোট ১২টি মামলার মাধ্যমে ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে