সাতক্ষীরায় জলবায়ু সহনশীলতা কর্মী গ্রুপ গঠন

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
সাতক্ষীরায় জলবায়ু সহনশীলতা কর্মী গ্রুপ গঠন

জলবায়ু অভিবাসী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে ক্ষমতায়ন, সরকারি সম্পদ ও সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি এবং নীতি নির্ধারণে প্রভাব বিস্তারের মাধ্যমে সহনশীলতা গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় গঠন করা হয়েছে জলবায়ু সহনশীলতা কর্মী গ্রুপ (সিআরএজি)। শনিবার (২৩ আগস্ট) সকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার, টেকসই উন্নয়ন ও অভিযোজন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, এই গ্রুপের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, নীতি প্রণয়নে জনগণের অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি সেবার সঙ্গে ক্ষতিগ্রস্তদের কার্যকর সংযোগ স্থাপন করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাতক্ষীরার মতো উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত দিন দিন বাড়ছে। এ অবস্থায় স্থানীয় জনগণকে সংগঠিত করে সহনশীলতা গড়ে তোলা সময়ের দাবি। সিআরএজি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জনগণের কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তারা।

নাগরিক নেতা শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. দিলারা বেগম, অধ্যক্ষ আশেক-ই এলাহী, অধ্যাপক পবিত্র মোহন দাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, দৈনিক জনকণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মিজানুর রহমান, নাগরিক নেতা আলী নূর খান বাবুল, আব্দুস সামাদ, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, ফরিদা আক্তার বিউটি, মনিরুজ্জামান জোয়ার্দার, অ্যাডভোকেট মুনিরউদ্দীন, মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান সরদার, আনজুয়ারা খাতুন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে