পীরগাছায় ৪টি গাঁজার গাছসহ ভ্যান চালক আটক

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ০৬:৫৬ পিএম
পীরগাছায় ৪টি গাঁজার গাছসহ ভ্যান চালক আটক

রংপুরের পীরগাছায় বাড়ি আঙ্গিনায় গাঁজা চাষ করার দায়ে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ভ্যান চালককে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার পবিত্রঝাড় গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে । রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত আজিত উল্যার ছেলে।

জানা যায়, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ভ্যান চালানোর পাশাপাশি গাঁজার ব্যবসা করতেন। তিনি তার বাড়ির আঙ্গিনায় সুকৌশলে গাঁজার চাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের অধিনস্থ ৩০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লে. কর্নেল আশিকুজ্জামানের নেতৃত্বে একটি দল তার বাড়িতে অভিযান চালান। এ সময় চারটি গাঁজার গাছসহ রফিকুল ইসলামকে আটক করে সেনাবাহিনী। পরে পীরগাছা থানা পুলিশের গাড়িতে করে তাকে পীরগাছা অস্থায়ী সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে