কিশোরগঞ্জে শিশু ধর্ষণকারীর গ্রেফতার ও ফাসির দাবীতে মানববন্ধন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ০৭:১২ পিএম
কিশোরগঞ্জে শিশু ধর্ষণকারীর গ্রেফতার ও ফাসির দাবীতে মানববন্ধন

নীলফামারীর কিশোরগঞ্জে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ডালিমকে (৪০) গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে মধ্যরাজীব চেংমারী হতে একটি বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন। এতে ৫ শতাধিক নারী-পুরুষসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদ ইবনে রুবেল, স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম, ইউনুছ আলী, সবুজা বেগম, ঝর্না বেগম প্রমুখ। এ সময় বক্তাগণ ধর্ষণকারীকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য, ২১ আগষ্ট দুপুরে ভুক্তভোগী তার বড় বোনের বাড়ী যাওয়ার পথে বৃষ্টির কারণে চেংমারী ক্যানেলের ব্রীজের কাছে একটি গরু প্রজনন খামারে আশ্রয় নেয়। সেখানে খামারের মালিক ওই এলাকার সুলতান আলীর ছেলে ডালিম তাকে ধর্ষণ করেন। পরে শিশুটির আর্তচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে দেয়। কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে