নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে পিস্তলসহ যুবদল নেতা গ্রেফতার

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ০৭:২৩ পিএম
নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে পিস্তলসহ যুবদল নেতা গ্রেফতার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়ন যুবদল নেতা ও একই ইউনিয়নের বাম গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আজিম মাহমুদ খোকনকে (৪৪) অস্ত্রসহ গ্রেফতার করে যৌথবাহিনী।

ঈুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮টার দিকে লাকসাম আর্মি ক্যাম্প ও নাঙ্গলকোট আর্মি ক্যাম্পের সদস্যদের সঙ্গে নাঙ্গলকোট থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী উপজেলার বাম গ্রামের (মজুমদারপাড়া) আজিম মাহমুদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশী করে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত আজিম মাহমুদকে নাঙ্গলকোট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, বর্তমানে সে যুবদলের নাম ব্যবহার করে ব্যানার, ফেস্টুন তৈরি করছে। তবে আজিম মাহমুদ যুবদলের সমর্থক হতে পারে কিন্তু তার কোনো পদ-পদবি নেই।

নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, আটককৃত আজিম মাহমুদের ব্যাপারে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে