কচুয়ায় নদী ও খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং দখল ও দূষণমুক্ত রাখতে অভিযান

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ০৭:২৫ পিএম
কচুয়ায় নদী ও খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং দখল ও দূষণমুক্ত রাখতে অভিযান

কচুয়ায় নদী ও খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং দখল ও দূষণমুক্ত রাখতে অভিযান চালিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান।

গত কয়েকদিন ধরে বাধাল, ধোপাখালি সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। এতে কারেন্ট জাল, ভোটা জাল, নেট ও পাটা উদ্ধার করে উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে মৎস্য সপ্তাহ ও উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে দেখা হচ্ছে।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মৎস্য বিভাগ, পুলিশ বিভাগ, গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

এ বিষয়ে ইউএনও মো. আলী হাসান বলেন, “আমাদের অভিযানের মূল লক্ষ্য হলো খালের অবৈধ দখল, জাল ও আগাছা উচ্ছেদ করে জলাবদ্ধতা দূর করা এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা। এ অভিযান অব্যাহত থাকবে।”

আপনার জেলার সংবাদ পড়তে