নীলফামারীর সৈয়দপুরে ৭ দফা দাবি বাস্তবায়নে ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা আয়োজন করে এক সংবাদ সম্মেলন। ২৫ আগস্ট সৈয়দপুর অস্থায়ী কার্যালয় গেট বাজারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন ছিল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সহসভাপতি মোঃ শহীদুল ইসলাম। সভা পরিচালনা করেন আইডিইবির সৈয়দপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম।
এতে বক্তব্য বলেন,সংগঠনের প্রধান উপদেষ্টা আজিজুল ইসলাম কমল, জেলা সংগ্রাম পরিষদ এর আহবায়ক হোসাইন মোহাম্মদ আরমান, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, নিজামুল হক, তৌহিদুল ইসলাম, মোঃ নাজমুল হোসাইন রফিকুল ইসলাম,শাহিন শামীমসহ অনেকে।
বক্তারা বলেন,প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ কর্তৃক প্রকৌশলী অধিকার আন্দোলন এর ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত যড়যন্ত্র বন্ধ করতে হবে। ৪ বছর মেয়াদি সার্ভেয়িংসহ সকল টেকনোলজি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ অব্যাহত রাখতে হবে। সরকারি, আধা সরকারি,স্বায়ত্তশাসিত প্রকৌশল সংস্থা,বিভাগ ও বিদ্যুৎ কোম্পানির জনবল কাঠামোতে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হার ১. ৫ রাখতে হবে।
সকল প্রকৌশল সংস্থায় উপসহকারী প্রকৌশল হতে সহকারী প্রকৌশল পদে ৫০ ভাগ পদোন্নতির বিধান রাখতে হবে। মেধার অপচয় রোধে প্রকৌশলীদের কারিগরি ক্যাডার ব্যতীত অন্য ক্যাডারে নিয়োগ বন্ধ করতে হবে। শিক্ষার্থী ভাতা ও প্রশিক্ষক ভাতা সরকারি প্রতিষ্ঠানের ন্যায় বরাদ্দ দিতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির টাকার পরিমাণ বৃদ্ধি করতে হবে।
তারা বলেন,ডিপ্লোমা প্রকৌশলী মাঠে হাতে কলমে কাজ করে। কঠোর পরিশ্রমের মধ্যদিয়ে ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের ও দেশের বাইরে সুনাম অর্জন করেছে। তাই দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের গুরুত্ব দিয়ে তাদের সমস্যার সমাধান করতে হবে। আমাদের যৌক্তিক ও ন্যায্য দাবি মেনে নিয়ে দেশের উন্নয়নে সেবা করার সুযোগ প্রসারিত করতে সহযোগিতা করতে হবে।
আমরা ন্যায়্য ও যৌক্তিক দাবি আদায়ে কোনভাবেই পিছ পা হবো না। পরে তারা সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি স্বারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করেন।