সাতক্ষীরার তালা উপজেলার যুবদল নেতা এসএম শামীম আহম্মেদ হত্যার মূল পরিকল্পনাকারী ও আসামি তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (৩০) এবং শ্যালক ইমন হোসেন বাদল (১৮) কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (২৫ আগস্ট) বিকেলে খুলনার ডুমুরিয়ার আঠারোমাইল এলাকায় শামীমের নিজ বাড়ি থেকে র্যাব-৬ ও ডুমুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
অভিযানের সময় বৃষ্টির স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের একটি ডোবা থেকে হত্যায় ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করা হয়। এসময় খুলনা জেলা পুলিশের এএসপি (সার্কেল) আবির শুভ্রসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকার বাড়ির তৃতীয় তলায় নৃশংসভাবে খুন হন সাতক্ষীরার তালা উপজেলার উথালী গ্রামের শামীম আহম্মেদ। তিনি ওই গ্রামের আব্দুল গফফারের ছেলে ও ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও প্রমাণ না মেলায় পরদিন তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। নিহতের মা, অবসরপ্রাপ্ত শিক্ষিকা রশিদা বেগম রবিবার (২৪ আগস্ট) ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, "শামীম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করা হয়েছে।"
খুলনা জেলার এএসপি আবির শুভ্র জানান, পারিবারিক কলহের জেরে আগে থেকেই হত্যার পরিকল্পনা করেন বৃষ্টি। পরিকল্পনা অনুযায়ী, ঘটনার রাতে তার ভাই বাদল চাপাতি দিয়ে শামীমকে কুপিয়ে হত্যা করে। এসময় স্ত্রী বৃষ্টি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে অস্ত্রটি পাশের গর্তে ফেলে দেওয়া হয়।
তিনি আরও বলেন, বৃষ্টির দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অধিকতর তদন্ত চলছে।