নোয়াখালী সেনবাগে বিষক্রীয়ায় লাইবা নামের পাঁচ মাসের শিশু মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া পশ্চিম পাড়া আলী আহম্মদ মাষ্টার বাড়ীতে ঘটে। নিহত লাইবা ফকির হাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক লিটনের সন্তান। দুই বোন দুই ভাইয়ের মধ্যে লাইবা ছিল সবার ছোট। শিশুটির মৃত্যুতে পুরো শোকের ছায়া নেমে এসেছে।
শিশুটির বাবা জিয়াউল হক লিটন জানান, সকালে শিশুটির মা শারমিন আক্তার তাকে নিজেদের রুমে ঘুমিয়ে রেখে বাড়ির কাজে যান। কিছুক্ষন পরে রুমে এসে দেখতে পান শিশু লাইবা অচেতবস্থা অবস্থায় পড়ে রয়েছে। সাথে সাথে পরিবারের সদস্যরা তাকে সেনবাগ সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরতা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চিকিৎসকের ধারনা শিশুটিকে ঘুমের মধ্যে বিষধর কোন কিছুই আক্রমণ করতে পারে । এ ঘটনার পর পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।