শেরপুরে সেচ গ্রাহকদের সাথে মতবিনিময়

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫, ০৬:৫৮ পিএম
শেরপুরে সেচ গ্রাহকদের সাথে মতবিনিময়

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২  শেরপুর জোনাল অফিস এর আয়োজনে সেচ গ্রাহকদের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৩:৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে উক্ত অনুস্টানের শুভ সূচনা হয়। ডেপুটি জেনারেল ম্যানেজার উৎপল মন্ডল'র সভাপতিত্বে ও এজিএম আব্দুল আউয়ালে'র সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএডিসি উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম,পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার।

সিনিয়র জেনারেল ম্যানেজার দেব কুমার মালো গ্রাহকদের উদ্দেশ্যে সেচ প্রকল্পের বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত  সার্বিক বিষয়াদী নিয়ে বিষদ আলোচনা করেন এবং  প্রশ্নের জবাব দেন। সুবিধাভোগী গ্রাহকদের মধ্য থেকে বিভিন্ন সুবিধা ও প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন, জয়লা-জুয়ান গ্রামের শফিকুল ইসলাম, পালাশন গ্রামের আনিসুল রহমান বাবলু পাঁচদেউলী গ্রামের মো: ফেরদৌস আলম সহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে