চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির সভা

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) :
| আপডেট: ২৬ আগস্ট, ২০২৫, ০৭:০৯ পিএম | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫, ০৭:০৯ পিএম
চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির সভা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে মঙ্গলবার সকাল ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আগষ্ট, ২০২৫খ্রি. অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যাবেদ হোসাইন ও থানা অফিসার ইনচার্জ রোজিউল্লাহ খান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী, মোঃ বদরুজ্জামান মৃধা, সাংবাদিক আবুল কালাম ও মোঃ লিয়াকত আলী লাভলু প্রমূখ। সভায় উপজেলায় চুরি, ডাকাতি, মাদক ইভটিজিং ও বখাটেপনা রোধকল্পে আলোচনা হয়। এছাড়া সম্প্রতী টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় তা মেরামত কল্পে বালু ও মাটি সরবরাহ নিয়েও সভায় বিশদ আলোচনা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে