ঝিনাইদহের কোটচাঁদপুরে রাস্তার কাজের জন্য রাখা চুরি হওয়া ৪০ ব্যারেল বিটুমিন ৫দিন পর কোটচাঁদপুর মডেল থানা পুলিশ উদ্ধার করেছে। এসময় পুলিশ তিন চোরকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত চোরদের মঙ্গলবার (২৪/১২/২০২৪) আদালতে প্রেরণ করা হয়েছে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন মাতুব্বর জানান- কোটচাঁদপুরের ঠিকাদার ওলিয়ার রহমান তিনি উপজেলার হরিণদিয়া গ্রাম থেকে মামুনশিয়া রাস্তার কাজের জন্য ৪০ ব্যারেল বাংলা বিটুমিন (পিচ) ক্রয় করে বলুহর রোডের মইদুল মিয়ার পরিত্যাক্ত ইট ভাটায় রেখেছিলেন। হঠাৎ গত ১৯ ডিসেম্বর রাতের কোন এক সময় ওই ৪০ব্যারেল বিটুমিন উধাও হয়ে যায়। পরে ঠিকাদার ওলিয়ার রহমান বিটুমিনের কোন খোজ না পেয়ে ওই রাতে অজ্ঞাত আসামী দেখিয়ে স্থানীয় থানা একটি অভিযোগ করেন। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত নামেন। সেই সাথে চোর সনাক্ত করে ২৩ ডিসেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেপ্তার করেন এবং তাদের দেয়া তথ্য মতে ঝিনাইদহ থানাধীন গীলাবাড়ীয়া এলাকা থেকে ওই ৪০ ব্যারেল বিটুমিন পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় আটককৃতরা হচ্ছে- শরিফুল ইসলাম (৪৫) পিতা- মৃত রয়েল বক্স, গ্রাম- নেপা, থানা- মহেশপুর, বর্তমান ঠিকানা- কোটচাঁদপুর পৌর শহরের আদর্শ পাড়া। মোমিনুর রহমান (৪৪), পিতা- মৃত আখের আলী, সাং- বানিয়া পাড়া, থানা- কোটচাঁদপুর, একই গ্রামের আকরাম হোসেন (৪৮) পিতা- আলফা মণ্ডল। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ঠিকাদার ওলিয়ার রহমান বলেন- আমরা সাধারণত রাস্তা’র কাজের জন্য বিটুমিনসহ অন্যান্য সামগ্রী এভাবে খোলা জায়গায় রেখে আসছি। কখনো বিটুমিন চুরি হতে দেখিনাই বা চুরিও হয় না। এই ৪০ ব্যারেল বিটুমিন গত ১১ডিসেম্বর চট্রগ্রাম থেকে ৫ লাখ টাকা দিয়ে ক্রয় করে এনে ছিলাম। যা চোরেরা পাওয়ার টিলার যোগে চুরি করে নিয়ে গিয়েছিলো। ৪০ ব্যারেল বিটমিনই ঘটনার ৫দিনের মাথায় পুলিশ উদ্ধার করেছে।