দৌলতপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ২৬ আগস্ট, ২০২৫, ০৮:০৭ পিএম | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫, ০৮:০৭ পিএম
দৌলতপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা

কুষ্টিয়ার দৌলতপুরে মাসিক আইন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তৌহিদুল হাসান তুহিন, দৌলতপুর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ গোলাম মোস্তফা , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহাম্মদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস,সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম,গণমাধ্যম কর্মী দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম (শাহীন), নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ আহাদ আলী (নয়ন), আজকালের খবর প্রতিনিধি আব্দুল আলীম (সাচ্চু), , বিজিবির কোম্পানি কমান্ডার মজিবুলহক,বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি রফিকুল ইসলাম রকি। এছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ শিক্ষক, সাংবাদিক বৃন্দ ও ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দৌলতপুরের দুর্নীতিবাজ সাব রেজিস্টার মোঃবোরহান উদ্দীন সরকারের নানা অনিশম,দুর্নীতি বন্ধ সহ সরকারী নিয়মনীতি অনুযায়ী অফিস করতে আহবান জানানো হয় এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় শংকা প্রকাশ করে এ পরিস্থিতিতে কিভাবে দৌলতপুরের আইনশৃংখলা স্বাভাবিক রাখা যায় তা নিয়ে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করে ও দৌলতপুরকে একটি দূর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত সমৃদ্ধশালী দৌলতপুর গড়তে সকলের সহযোগিতা কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে