রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি, সংকটের টেকসই সমাধানে আশা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫, ০৯:০৫ পিএম
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি, সংকটের টেকসই সমাধানে আশা

কক্সবাজারে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানকে সামনে রেখে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপের সমাপ্তি হয় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিদেশি কূটনীতিক, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, দেশি-বিদেশি রাজনৈতিক দলের প্রতিনিধিসহ শতাধিক অংশীজন ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গাদের জীবনযাত্রা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, খাদ্য সরবরাহ ও অন্যান্য মানবিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

প্রতিনিধিরা ক্যাম্পে বিশেষভাবে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) পরিচালিত ই-ভাউচার শপ, স্যানিটারি ন্যাপকিন উৎপাদন কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র এবং বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতাল ঘুরে দেখেন। তারা শরণার্থীদের সঙ্গে কথা বলে তাদের দৈনন্দিন চ্যালেঞ্জ, দীর্ঘ অনিশ্চয়তা ও ভবিষ্যৎ প্রত্যাশা জানেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, দুটি দলে বিভক্ত হয়ে প্রতিনিধি দলের সদস্যরা ক্যাম্পের খাদ্য সহায়তা প্রকল্প, জীবিকা উন্নয়ন প্রকল্প ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন। আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিলের নেতা নায় সান লুইন বলেন, “রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপনকে বিশ্বের কাছে তুলে ধরার এই উদ্যোগ নিঃসন্দেহে ঐতিহাসিক।”

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এটি গত আট বছরে প্রথম বড় উদ্যোগ যেখানে রোহিঙ্গারা নিজেদের দুঃখ-দুর্দশা তুলে ধরতে পেরেছে। অংশগ্রহণকারীরা সরকারের উদ্যোগকে প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ সংকট সমাধানে কার্যকর হবে।

ক্যাম্প সফরের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিনিধি দল নিশ্চিত হয়েছেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আরও মানবিক সহায়তা প্রয়োজন। অংশীজনরা বিশেষভাবে সতর্ক করেছেন যে, এই সংকট যত দীর্ঘায়িত হবে, রোহিঙ্গাদের হতাশা বাড়ছে এবং বাংলাদেশের ওপর মানবিক চাপও বৃদ্ধি পাচ্ছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বাংলাদেশ সরকার ও জনগণ মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে, তবে আন্তর্জাতিক অর্থায়ন না থাকলে বিপুল মানবিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অংশীজনরা এই বার্তাটি আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনে উপস্থাপন করবেন।

কক্সবাজারে আয়োজিত এই সংলাপে ৪০ দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন। ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে তিন দিনের সংলাপ সমাপ্ত হয়ে গেল, যা রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের নতুন আশা জাগিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে