ফেব্রুয়ারিতেই নির্বাচনে আস্থা বিএনপির, সংবিধান পরিবর্তনে ‘না’: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫, ০৯:০৯ পিএম
ফেব্রুয়ারিতেই নির্বাচনে আস্থা বিএনপির, সংবিধান পরিবর্তনে ‘না’: মির্জা ফখরুল

বিএনপি ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছে না। মঙ্গলবার (২৬ আগস্ট) চ্যানেল ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শিগগিরই দলের প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি ও অতীতে রাজপথে সক্রিয় ভূমিকা বিশেষভাবে বিবেচিত হবে।

সংবিধান পরিবর্তন বা সংশোধন বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। মির্জা ফখরুল বলেন, “আমরা কোনোভাবেই সংবিধান পরিবর্তন মানি না। সংবিধানের সংশোধন প্রয়োজন হলে তা শুধুমাত্র নির্বাচিত সংসদের মাধ্যমে হতে হবে।”

মহাসচিব আরও সতর্ক করে বলেন, নির্বাচন বিলম্বিত হলে দেশে সুশাসন ও গণতন্ত্রের যাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশের রাজনীতি বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন, সংবিধান ও সংস্কার ইস্যুতে সরগরম অবস্থায় রয়েছে। প্রধান উপদেষ্টার ঘোষণার পরও ভোটের তারিখ নিয়ে নানা গুঞ্জন চললেও বিএনপি সরকারের নির্ধারিত সময়েই নির্বাচন হবে বলে বিশ্বাস করে।

বিএনপির এই অবস্থান রাজনৈতিক মহলে পরিপক্ক নির্বাচনী পরিবেশ ও সংবিধান সংরক্ষণের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে