কাপাসিয়ায় বিএনপির সদস্য পদ নবায়ন ও প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ১১:৩৭ এএম
কাপাসিয়ায় বিএনপির সদস্য পদ নবায়ন ও প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা
গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির সদস্য পদ নবায়ন ও দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের সাফাইশ্রীস্থ দলের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের সভাপতিত্ব করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা অনুষ্ঠান পরিচালনা করেন। সভায় দলের সদস্য পদ নবায়ন উপলক্ষে আগামী ৩০ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০ টায় ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্তে এক সভা আহ্বান করা হয়েছে। এছাড়া দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় একই স্থানে বিশাল সমাবেশ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এতে উপজেলা বিএনপির ১১টি ইউনিটের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মাঝে জেলা ও উপজেলা বিএনপি নেতা আফজাল হোসাইন, আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন প্রমুখ। এছাড়া সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে