শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের তিন দিন থাকার পর বাড়ির পাশে নিচু জমির কচুরিপানার ভেতর থেকে মাইমুনা খাতুন (১৩) নামে এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরী ওই গ্রামের মফিজুল ইসলামের কন্যা এবং স্থানীয় কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
থানা পুলিশ সুত্র জানায়, শনিবার দপুরের পর থেকে বাড়ি থেকে নিখোঁজ হয় মাইমুনা খাতুন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে রোববার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে থাকা একটি নিচু জমি থেকে দুর্গন্ধ বের হচ্ছে বলে অনুমান করেন স্থানীয় লোকজন। পরে ওই স্থানে গেলে কচুরিপানার ভেতরে বিবস্ত্র অবস্থায় মাইমুনার অর্ধগলিত মরদেহ দেখতে পান তারা। মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই মরদেহটি উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কিশোরী হত্যাকান্ডের তাৎক্ষণিকভাবে কোনো কারন জানা সম্ভব হয়নি। তবে ঘটনার তদন্তকাজ চলমান রয়েছে।