হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে কারী মোর্শারফ হোসেন (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে মাধবপুর পৌর শহরের পূর্ব মাধবপুরের হরমুজ আলী ছেলে। খবর পেয়ে থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ সহিদ-উল্যা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায় বুধবার সকাল প্রায় ৬টার দিকে পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় একটি বেকারীতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে অসাবধান বশত সে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
মাধবপুর থানার ওসি(তদন্ত)কবির হোসেন সত্যতা স্বীকার করে জানান এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।