সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের তিন দিন পর ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার কাজির হাট তেলপাম্পের সামনে আরিফুলের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমরান কেরালকাতা ইউনিয়নের ছদর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার পর থেকে ইমরানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। বুধবার সকালে ঘেরের পানিতে ভাসমান মরদেহটি স্থানীয়রা দেখতে পায়। প্রথমে অজ্ঞাত থাকলেও পরবর্তীতে তার আইডি কার্ড ও মানিব্যাগ দেখে পরিচয় নিশ্চিত করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, অন্তত দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ফুলে গেছে এবং আংশিক গলে গেছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।