মৌলভীবাজারের রাজনগরে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যাক্তিকে কারাদন্ড ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানাযায় ২৬ আগস্ট মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার এর সমন্বয়ে রাজনগর উপজেলাধীন টেংরা বাজার ও খারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রয় অপরাধ আইনে ফণিভূষন চক্রবর্তীর ছেলে তাপস চক্রবর্তীকে(৪৫), এক মাসের মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০/- টাকা অর্থদন্ড এবং এয়াবর আলী ছেলে মো: মান্না মিয়াকে (৩৩) ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪০০(চারশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। আসামীদের মোবাইল কোর্টের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। এদিকে টেংরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে সার বিক্রির অপরাধে মাধব লাল দত্ত, প্রো: মোহনা এন্টারপ্রাইজকে সার ব্যাবস্থাপনা আইন, ২০০৬ এর ৮(১) ও ৮(২) ধারা মোতাবেক দুই মামলায় ৫০,০০০/- টাকা এবং শাহজালাল পোল্ট্রি ফিডের প্রো মো: ইসরাইল মিয়াকে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর ৬(১) ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমাণা করা হয়। রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।