চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা নামক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার নেজামপুর ইউপির মরাফেলা গ্রামের মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম (২২)।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলমগীরের বাড়িতে ব্যাটারি চালিত একটি চার্জারভ্যানে রাতে চার্জ দেয়া ছিল। প্রতিদিনের ন্যায় গৃহকত্রী হাওয়া বেগম ভোর সাড়ে ৫টার দিকে চার্জারের লাইন টানতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে মাকে বাঁচাতে গেলে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। বাড়িতে থাকা ছেলের বউ ঘটনা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করতে গেলে সেও বৈদ্যুতিক শর্টে আহত হয়। পরে সে তার শ্বশুর আলমগীরকে ডাক দিলে এসে দেখেন স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলেই মারা গেছে। এ ঘটনায় নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।