পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যান ফ্রন্টের উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দুলাল শীল ধলুকে আহবায়ক ও পল্লব সিকদারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পিরোজপুর জেলা কমিটির আহবায়ক অশোক সিকদার ও সদস্য সচিব প্রলয় মন্ডল কাউখালী উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন করেছেন এবং আগামী এক মাসের ভিতরে ইউনিয়ন কমিটি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কাউখালী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য দুলাল শীল ধলু কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পল্লব সিকদার কাউখালী উপজেলা যুবদলের অন্যতম নেতা।