কলারোয়ায় নিখোঁজের দুদিন পর যুবকের লাশ উদ্ধার

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ০৪:৫৬ পিএম
কলারোয়ায় নিখোঁজের দুদিন পর যুবকের লাশ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের দুদিন পর ইমরান হোসেন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কাজীরহাট কলেজ-সংলগ্ন আয়ুব আলীর মাছের ঘের থেকে ওই লাশ উদ্ধার করা হয়। ইমরান হোসেন উপজেলার কেরালকাতা গ্রামের ছদর আলীর ছেলে। জানা গেছে, স্থানীয়রা মাছের ঘেরে লাশটি ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। ইমরানের স্বজনরা জানায়, ইমরান রাজমিস্ত্রীর কাজ করতেন। রোববার রাত ৯টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে থানায় নিখোঁজেরর ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়।তারা আরো বলেন, ইমরানের দুই বিয়ে নিয়ে পারিবারিক বিরোধ চলছিলো। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর লাশটি মাছের ঘেরে ফেলে দেয়া হয়। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ঘ্টনার অনুসন্ধানে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে